শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

প্রতিহিংসার রাজনীতির জন্ম দিয়েছিলেন জিয়া

------- হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। প্রতিহিংসার রাজনীতির জন্ম দিয়েছিলেন জিয়াউর রহমান। জিয়া ইনডেমনিটি পাস করে বঙ্গবন্ধু হত্যার বিচার কার্যক্রম বন্ধ করেছিলেন। তাঁর স্ত্রী খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিনের কেক কাটেন। তাঁর সরকারের সময়      ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করে আওয়ামী লীগ নেতাদের হত্যা করে নেতৃত্বশূন্য করার চক্রান্ত করা হয়েছিল। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগরী দক্ষিণ আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপির জনসভায় কোনো বোমা হামলা হয়নি। বিএনপির শীর্ষ নেতাদের হত্যা করা হয়নি। তাদের আমলে হয়েছে। প্রতিহিংসামূলক কাজের জন্য তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। সংগঠনের সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগরী আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্মসাধারণ সম্পাদক কামাল চৌধুরী, প্রচার সম্পাদক আখতার হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কণ্ঠশিল্পী রফিকুল আলম, অভিনেত্রী অরুণা বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর