শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
এশিয়া কাপ আর্চারি

সোনা জিতলেন রোমান সানা

ক্রীড়া প্রতিবেদক

সোনা জিতলেন রোমান সানা

গেল জুনে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে রুপা জেতেন রোমান সানা। ওই পারফরম্যান্সে জায়গা করে নেন ২০২০ সালে টোকিও অলিম্পিকে। এর আগে রিও অলিম্পিকে বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে খেলেছিলেন গলফার সিদ্দিকুর রহমান।

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের পর এবার এশিয়া কাপ র‌্যাংকিং টুর্নামেন্টের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন রোমান। ফিলিপাইনের ক্লার্ক সিটিতে গতকাল সোনা জিততে তিনি ৭-৩ ব্যবধানে হারিয়েছেন চীনের শি ঝেনকিকে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ব্যক্তিগত ইভেন্টে এটাই প্রথম ও একমাত্র সোনা জয়। সব মিলিয়ে গতকাল ছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল এক দিন। পুরুষদের রিকার্ভে দলগত ইভেন্টে রুপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে রোমান প্রথম সেটে ২৮-২৮ পয়েন্টে ড্র করেন ঝেনকির সঙ্গে। দ্বিতীয় সেট হেরে যান ২৯-২৬ পয়েন্টে। তবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সেটে পাত্তাই দেননি চীনা প্রতিদ্বন্দ্বীকে। তৃতীয় সেটে ২৭-২৫ ব্যবধানে জিতে এগিয়ে যান লড়াইয়ে। চতুর্থ সেটে ব্যবধানটা আরেকটু বাড়িয়ে ২৮-২৫ করেন। এরপর শেষ সেটে বাংলাদেশের তারকা আর্চার হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে নেন ২৮-২৭ পয়েন্টে। সোনা জয়ের পর উচ্ছ্বসিত রোমান সানা বলেন, ‘এটা এক অসাধারণ মুহূর্ত। প্রতিযোগিতায় আমি দারুণ ছন্দ পেয়েছি। তাই সোনা জিতে আমি দারুণ খুশি। অলিম্পিকেও এমন সিস্টেম থাকবে। তাই টোকিও অলিম্পিকে ভালো করার বিষয়ে আশাবাদী।’ ফাইনালে উঠতে রোমান ৬-৪ সেটে চীনের লি টাকে আর কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেইর হুই ঝি ইয়াংকে হারান ৭-১ সেটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর