শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আমরা এখন প্রজায় পরিণত হয়েছি

নিজস্ব প্রতিবেদক

আমরা এখন প্রজায় পরিণত হয়েছি

জনমানুষের দল আওয়ামী লীগ ক্রমে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল। আওয়ামী লীগ নাগরিকদের নাগরিকবোধ তৈরিতেও ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমরা এখন প্রজায় পরিণত হয়েছি।’ রাজধানীর প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গতকাল               বেলা ১টার দিকে এক আলোচনা সভায় সুলতানা কামাল এ কথা বলেন। যাত্রী অধিকার দিবসের ঘোষণা উপলক্ষে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি এ আলোচনা সভার আয়োজন করে। ‘পরিবহন খাত সামগ্রিক সুশাসনের বিষয়’ উল্লেখ করে সুলতানা কামাল বলেন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, সুশাসন ফিরিয়ে আনতে না পারলে এভাবেই চলবে। অনেক সমস্যার মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা। প্রতিদিন রাস্তায় মানুষ মারা যাচ্ছে। মহামারীর চেয়েও বেশি মানুষ মরছে। এটা তো একটা দেশে হতে পারে না। তিনি আরও বলেন, নাগরিকদের দায়িত্ব আছে। রাজনীতিবিদদেরও দায়িত্ব আছে। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে। আওয়ামী লীগ জনমানুষের দল। অন্য যে কোনো দলের চেয়ে মানুষের সঙ্গে তাদের সম্পৃক্ততা বেশি। কিন্তু তারা নাগরিকদের নাগরিকবোধ দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। ক্রমে তাদের বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আমরা এখন প্রজায় পরিণত হয়েছি। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদার, বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির সহ-সভাপতি তাওহীদুল হক প্রমুখ।

সর্বশেষ খবর