শিরোনাম
শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

তৃণমূলের কাউন্সিলেও বাধা দেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

তৃণমূলের কাউন্সিলেও বাধা দেওয়া হচ্ছে

বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল আদালতের আদেশে স্থগিত হয়ে যাওয়ার পর দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ  হোসেন বলেছেন, তৃণমূলের কাউন্সিল করতেও বাধা আসছে। গতকাল এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, ‘শুধু ছাত্রদলের কাউন্সিলই নয়, বিএনপির তৃণমূল পর্যায়ের কাউন্সিল অনুষ্ঠানেও সরকার বাধা দিচ্ছে।’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের মানববন্ধনে অংশ নিয়ে ড. মোশাররফ বলেন, ‘আজকে বাংলাদেশে কোনো রাজনীতি নেই, আমাদের রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। একতরফা সব কিছু চলছে। আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের যে গণতান্ত্রিক চর্চার চেষ্টা-  এটাতেও সরকার নানাভাবে বাধা দিচ্ছে।’ সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম  হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শাহ নেছারুল হক, সাঈদ আহমেদ আসলাম, ফরিদউদ্দিন, কাজী মনিরুজ্জামান, মিয়া মো. আনোয়ার, সাঈদ হাসান মিন্টু, ইসমাইল তালুকদার খোকন, জাহাঙ্গীর আলম, জাতীয় দলের এহসানুল হুদা প্রমুখ বক্তব্য দেন।  মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্তে সরকারের অনড় অবস্থানের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, ‘পৃথিবীর বিভিন্ন জায়গায়  টোল হাইওয়ে আছে, সেই হাইওয়ে বিভিন্ন কোম্পানিকে দেওয়া হয়। তারা তাদের টাকায় সেই হাইওয়ে নির্মাণ করে এবং টোল নিয়ে তারা তাদের মূলধন ও লাভ নিয়ে যায়। কিন্তু বাংলাদেশের মহাসড়ক নির্মাণ করা হয়েছে জনগণের টাকায়। আর গাড়ি এসব মহাসড়কে চলার জন্য সব প্রকার রোড ট্যাক্স দেয়। তাহলে আবার টোল কেন? অর্থাৎ দেশের রাজস্ব ভা ার এতই শূন্য যে হাইওয়ে থেকে টোল নিয়ে সরকার চালাতে হচ্ছে।’লুটপাটের কারণে ব্যাংকগুলো দেউলিয়া হতে বসেছে মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, ‘আজকে বাংলাদেশ সরকারের দেশ চালানোর টাকা নেই। নানাভাবে ভ্যাট সম্প্রসারণ করে, জনগণের ওপর নানা রকম নির্যাতন করেও তারা রাজস্ব বৃদ্ধি করতে পারছে না। তারা নিজস্ব লাভের জন্য বড় বড় প্রজেক্ট করে মেগা কমিশন নিয়ে এখন আটকে গেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে যা উদ্ধৃত্ত টাকা আছে তা সরকারকে দিয়ে দিতে হবে। তাহলে আগামীতে এই প্রতিষ্ঠানগুলো চলবে কীভাবে?’ তিনি বলেন, ‘এই পরিস্থিতি  থেকে উত্তরণ চাইলে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিকল্প নেই। আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

সর্বশেষ খবর