সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নদী বাঁচাতে টাস্কফোর্স গঠন করতে হবে

নিজস্ব প্রতিবেদক

নদী বাঁচাতে টাস্কফোর্স গঠন করতে হবে

স্থপতি মোবাশ্বের হোসেন

নগর বিশ্লেষক স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, নদীর পাড় দখল করে সুউচ্চ ভবন ও শিল্প কারখানা গড়ে উঠেছে। নদী বাঁচাতে শুধু উচ্ছেদ নয়, কীভাবে পাড় সংরক্ষণ করা হবে সে বিষয়ে সমন্বিত পরিকল্পনা নিতে হবে। নদীর                 পাড় দখল করে নারায়ণগঞ্জসহ সারা দেশে অনেক শিল্পকারখানা গড়ে উঠেছে। এসব অনিয়ম রুখতে টাস্কফোর্স জরুরি। তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে নদীর পাড় উদ্ধার করে কাজ শুরু করতে হবে। চারপাশে ওয়াকওয়ে নির্মাণ করতে হবে। কমিউনিটিকে সঙ্গে নিয়ে বনায়ন সবুজায়নের উদ্যোগ নিতে হবে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগে বাজেট অনুমোদন করতে হবে। হাতে অর্থ নিয়ে কাজ শুরু করতে হবে। নদীর পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফেলে রাখলে আবারও দখল হয়ে যায়। মোবাশ্বের হোসেন আরও বলেন, নদীপথকে সচল করে নৌযানে জোর দিতে হবে। নদীপথে যানজট কম, স্বস্তি বেশি। নদী দূষণ থামাতে হবে। কোনো দেশের রাজধানীর পাশে চারটি স্বাদু পানির নদী খুঁজে পাওয়া যাবে না। নদী কমিশনের সূচনা আদালতের মাধ্যমে করা হয়েছে। নদীর পাড় যাতে কেউ নিজের স্বার্থে ব্যবহার করতে না পারে। নদী কমিশনকে ঠুঁটো জগন্নাথ করে রাখা যাবে না। নদীর সঙ্গে অনেক সংস্থা জড়িত। তাই সবাইকে নিয়ে সমন্বিতভাবে নীতিনির্ধারণ করতে হবে। নদী কমিশন নদী বাঁচাতে আইনও প্রণয়ন করছে। তবে শুধু আইন হলে হবে না, বাস্তবায়নে টাস্কফোর্স গঠন করতে হবে।

সর্বশেষ খবর