সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডাচ ম্যাগাজিনের প্রচ্ছদে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

ডাচ ম্যাগাজিনের প্রচ্ছদে শেখ হাসিনা

নেদারল্যান্ডসের প্রথিতযশা ‘ডিপ্লোম্যাট’ ম্যাগাজিনের চলতি সংখ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রচ্ছদ করা হয়েছে। ‘শেখ হাসিনা : দ্য মাদার অব হিউম্যানিটি’ শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটি। গত বৃহস্পতিবার দ্য হেগের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই প্রচ্ছদ উন্মোচন করা হয়। সে সময় ডিপ্লোম্যাটের প্রকাশক মেইলিন ডি লারা ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, প্যালেস্টাইন, ইয়েমেন, মরক্কো, তিউনিসিয়া, অ্যাঙ্গোলা, সুইডেন, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, ইউক্রেন, বসনিয়া-হার্জেগোভিনা, ভ্যাটিকান, কসোভো, ব্রাজিল, কিউবা, পেরু, চিলি, ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের রাষ্ট্রদূতরা, রাশিয়ান ফেডারেশন, জর্জিয়া, আর্জেন্টিনা ও আজারবাইজানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতরা এবং যুক্তরাষ্ট্র, কেনিয়া, পোল্যান্ড, পানামা দূতাবাসের কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রকাশক মেইলিন ডি লারা এবং নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল উপস্থিত রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়ে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন। রাষ্ট্রদূত বেলাল প্রচ্ছদ হিসেবে মানবতার কল্যাণে নিবেদিতপ্রাণ প্রধানমন্ত্রীর ‘মাদার অব হিউম্যানিটি’ সংক্রান্ত খবরকে বেছে নেওয়ার জন্য ডিপ্লোম্যাট ম্যাগাজিনকে ধন্যবাদ জানান। তিনি সবার উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার বলিষ্ঠ সিদ্ধান্ত নেন। ফলে লাখ লাখ নির্যাতিত মানুষের জীবন রক্ষা পাওয়ায় তিনি মাদার অব হিউম্যানিটি হিসেবে পরিচিত লাভ করেছেন। বাংলাদেশ সরকার নিজেদের অর্থনীতি, পরিবেশ এবং নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে শুধু মানবিক কারণে যেভাবে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন ইত্যাদি সুবিধা প্রদান করছে তারও বর্ণনা করেন তিনি।

সর্বশেষ খবর