বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঢাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ৩৪ জন নেতাকে চিরকুটের মাধ্যমে ভর্তির সুযোগ দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি পালনকালে হামলার শিকার হয়েছে একদল শিক্ষার্থী। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে ছাত্রলীগের বিভিন্ন হল শাখার নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে গতকাল দুপুরে টিএসসি থেকে মিছিল নিয়ে ডিন শিবলী রুবাইয়াতুল ইসলামের কার্যালয় ঘেরাও করে ছাত্র ফেডারেশন, ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও স্বতন্ত্র জোটের নেতা-কর্মীরা। তবে এর আগে, ‘নিয়মিত শিক্ষার্থীদের স্বার্থসংরক্ষণকারী সব নিয়ম’ বহালের দাবিতে ডিনকে স্মারকলিপি দিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে সেখানে অবস্থান নেয় ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী। আন্দোলনকারীরা মিছিল নিয়ে ডিন কার্যালয়ে গেলে উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষই হাতাহাতিতে জড়ায়। এ সময় ছাত্রলীগের  নেতা-কর্মীদের হামলায় ভাষাবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আসিফ মাহমুদ চোখে আঘাত পান। বিশ্ববিদ্যালয়ের সহকারী দুই প্রক্টরসহ প্রক্টরিয়াল টিমের কয়েকজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন। এদিকে, হামলার সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততা অস্বীকার করে ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস বলেছেন, আমরা শুনেছি সেখানে সাধারণ শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিতে গিয়েছিল। পরে বাম ছাত্র সংগঠনগুলোর সঙ্গে তাদের মারামারির ঘটনা ঘটে। এটা ছাত্রলীগের কোনো বিষয় নয়। এদিকে, মারধর ও ধাক্কাধাক্কির পর আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রক্টর অফিসের সামনে অবস্থান নেন। পরে সেখানে যান ডাকসু ভিপি নুরুল হক। কিন্তু প্রক্টরকে না পেয়ে আবারও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে তারা। সমাবেশে ডাকসু ভিপি নুরুল হক শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবি জানান।

সর্বশেষ খবর