বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
স্বজনদের অভিযোগ

খালেদার সঙ্গে অনুমতি মিলছে না সাক্ষাতের

নিজস্ব প্রতিবেদক

বেশ কিছু দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্বজনরা সাক্ষাৎ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। জানা যায়, বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে তার মেঝবোন সেলিনা ইসলাম স্বাক্ষরিত একটি আবেদন ১১  সেপ্টেম্বর জেল কর্তৃপক্ষ বরাবর পৌঁছানো হয়। পরবর্তীতে জেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করেন বেগম জিয়ার স্বজনরা। তাদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। এরপর বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারও একাধিকবার ফোন করেন। জেল কর্তৃপক্ষ অনুমতি দেননি। বেগম জিয়ার সঙ্গে স্বজনদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল গত ৩০ আগস্ট। এর মধ্যে ১৮ দিন অতিবাহিত। জেল কোড অনুযায়ী প্রতি মাসে অন্তত দুবার আত্মীয়স্বজন দেখা করতে পারেন। স্বজনদের অভিযোগ, বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। এ কারণে স্বজনদের দেখা করতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে এ বি এম আবদুস সাত্তার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিয়ম অনুযায়ী মাসে দুবার সাক্ষাতের বিধান থাকলেও চেয়ারপারসনের পরিবারের সদস্যদের বেশ কিছু দিন ধরেই সেই সুযোগ দেওয়া হচ্ছে না।

সর্বশেষ খবর