বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মমতা-মোদি বৈঠকে তিস্তা আলোচনা হয়নি

নয়াদিল্লি প্রতিনিধি

নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার সতেরো মাস পরে তার সঙ্গে গতকাল দিল্লিতে দেখা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি আসছেন। তাই জল্পনা ছিল মমতা-মোদি বৈঠকে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে কোনো কথা হয় কি না। বৈঠকের পরে মমতা এক প্রশ্নের জবাবে স্পষ্টভাষায় বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি তিস্তার পানি চুক্তি নিয়ে কোনো কথা বলেননি। ফলে হাসিনার আসন্ন সফরে তিস্তা নিয়ে কোনো সমাধান হবে কি না সেই সন্দেহ রয়েই গেল। অবশ্য এই সফরের মূল উদ্দেশ্য আর্থিক সহযোগিতা। এই মুহূর্তে বিজেপির সভাপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলছেন-পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে এনআরসি চালু করবেন। মমতা বলেন, ‘আজকের আলোচ্য বিষয় ছিল পশ্চিমবঙ্গের উন্নয়ন। এনআরসি নিয়ে কোনো আলোচনা হয়নি। তাছাড়া এনআরসি বিষয়টি আসাম কেন্দ্রিক। কে কী বলছেন জানি না। পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না।’ মমতা বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও বৈঠক করবেন বলে জানান। এটাই হবে তার সঙ্গে অমিত শাহর প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বিশেষ করে শাসক দল বিজেপির সঙ্গে মমতার যে সংঘাত সৃষ্টি হয়েছিল বুধবারের মোদির সঙ্গে বৈঠকে কিছুটা হলেও বরফ গলেছে বলে ধারণা করা হচ্ছে।

কেননা, পুজোর পরে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী মোদিকে পশ্চিমবঙ্গে আসার আমন্ত্রণ জানিয়েছেন। বীরভূমে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি উদ্বোধনের জন্য। তিনি আশা করেন প্রধানমন্ত্রী মোদি পশ্চিমবঙ্গের দাবি নিয়ে ইতিবাচক মনোভাব দেখাবেন। এই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গে নাম পরিবর্তন করে ‘বাংলা’ করারও দাবি তুলেছেন। মমতা বলেন, ‘আমার মনে হয় মোদিজি বিরুদ্ধে নন। তবে কোনো পরামর্শ থাকলে শুনব।’

সর্বশেষ খবর