বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিরোধ নিষ্পত্তি আলোচনার মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক

বিরোধ নিষ্পত্তি আলোচনার মাধ্যমে

মোবাইল অপারেটর গ্রামীণ ও রবির সঙ্গে বিটিআরসির বিরোধ নিষ্পত্তি আলোচনার মাধ্যমে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, সরকারের পাওনা টাকা নিয়ে সৃষ্ট বিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি অনুযায়ী, গ্রামীণফোন ও রবির কাছে প্রতিষ্ঠানটির পাওনা ১৩ হাজার ৪৪৭ কোটি টাকা। এর মধ্যে গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৮০ কোটি এবং রবির কাছে ৮৬৭ কোটি টাকা। এ পাওনা আদায়ে ব্যান্ডউইডথ সীমিত করা এবং প্যাকেজ ও সরঞ্জামের ছাড়পত্র (এনওসি) দেওয়া বন্ধ করে দিয়েছিল বিটিআরসি। এতে কাজ না হওয়ায় ৫ সেপ্টেম্বর দুই অপারেটরকে লাইসেন্স (টুজি ও থ্রিজি) বাতিল কেন করা হবে না, তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। জবাবের সময় ৩০ দিন। গতকাল এ প্রসঙ্গে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া। এর আগে মন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করেন। অর্থমন্ত্রী বলেন, আমরা কয়েক দিন থেকেই আলাপ-আলোচনা করছিলাম। তাদের সঙ্গে আমাদের একটা সমাধানে আসা উচিত। সমাধানটি একটি উইন উইন সিচুয়েশন থেকে হবে। আমরাও হারব না তারাও হারবে না। আমাদের ন্যায্য দাবি যতটুকু হবে, ততটুকু আমরা আদায় করার চেষ্টা করব। সে জন্য আমাদের এখানে বসা। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমরা সকল প্রকার এভিনিউজ (পন্থা) পরিহার করে অ্যাক্রোস দ্য টেবিল, বসব এবং সেটেল করব। মোস্তাফা জব্বারকে দেখিয়ে অর্থমন্ত্রী বলেন, মন্ত্রী আমার পাশে বসে আছেন। তার যেটুকু পাওনা একই প্রক্রিয়ায় আমরা যাব। একই প্রক্রিয়ায় সমাধান আমরা খুঁজে বের করব। তারা ব্যবসা করবে, আমাদের পাওনা বুঝিয়ে দেবে। আমরা তাদের সাহায্য করব। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য।

সর্বশেষ খবর