বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুদক কাক্সিক্ষত জনআস্থা অর্জন করতে পারেনি

নিজস্ব প্রতিবেদক

দুদক কাক্সিক্ষত জনআস্থা অর্জন করতে পারেনি

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আমাদের বড় সমস্যা হচ্ছে, কাজ-কর্মের মাধ্যমে দুদক কাক্সিক্ষত জনআস্থা অর্জন করতে পারেনি। তবে কমিশনের কার্যক্রমে সরকার বা কোনো রাজনৈতিক দল প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না, এটি আমাদের বড় শক্তি। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) দক্ষিণ এশিয়ার প্রতিনিধি ড. সুরুচি পান্টের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে অনুষ্ঠিত  বৈঠকে তিনি একথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনওডিসির বাংলাদেশে নিযুক্ত প্রোগ্রাম অফিসার (টেররিজম প্রিভেনশন) মারিনা ইয়াকুনিনা, দুদকের প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেল প্রমুখ। দুদক চেয়ারম্যান বলেন, নৈতিকতাবিহীন উন্নয়ন কখনো অর্থহীন হয়ে যেতে পারে। সততা ও নৈতিকতা নিবিড় চর্চার বিষয়।

সর্বশেষ খবর