শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় সাত ক্লাবে রাতভর চলে জুয়ার আসর

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনার নামিদামি ৭টি ক্লাবে ক্রীড়া উন্নয়নের নামে বছরের পর বছর ধরে চলে আসছে অবৈধ জুয়ার আসর। সেই সঙ্গে সারারাত ধরে চলে মাদক বেচাকেনার আড্ডা। ঢাকার ক্যাসিনো ক্লাবে র‌্যাবের কঠোর অভিযানের ফলে আতঙ্ক দেখা দিয়েছে খুলনার ক্লাবপাড়ায়।

অভিযোগ রয়েছে, প্রশাসনের সঙ্গে আঁতাত করেই খুলনার ওই ৭টি ক্লাবে ‘কাটিং বোর্ড’র নামে চলে জুয়া ও মাদকের আড্ডা। এর সঙ্গে রাজনীতিবিদ, সাবেক দুই জনপ্রতিনিধি, সিটি করপোরেশনের তিনজন কাউন্সিলর ও স্থানীয় প্রভাবশালীরা জড়িত। সম্প্রতি দুটি ক্লাবে আলাদা অভিযানে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এর আগে জুয়ার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যাকান্ডের ঘটনাও ঘটেছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, খুলনার ক্লাবপাড়ায় জুয়া ও মাদকের কোনো কারবার চালাতে দেওয়া হবে না। ইতিমধ্যেই এসব অপকর্ম বন্ধের জন্য সংশ্লিষ্টদের  মেসেজ দেওয়া হয়েছে। এরপরও কেউ চালালে কঠোর হস্তে দমন করা হবে।

সর্বশেষ খবর