শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চারদিকে ভয়-ত্রাস অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক

চারদিকে ভয়-ত্রাস অস্থিরতা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চারদিকে এখন শুধু অশান্তি, অনিশ্চয়তা, অস্থিরতা, ভয় ও ত্রাস কাজ করছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ দাবি করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের দাবি উপলক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আসামে নাগরিকপঞ্জি পাস করা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আসামে যা হোক তাতে আমাদের কোনো বাধা ও মাথা ব্যথা নেই। কিন্তু যখন তাদের মন্ত্রীরা বলেন, এরা বাংলাদেশি। এদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তখন নিশ্চয়ই এটা আমাদের সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা পরিষ্কার করে বলেছি, ১৯৭১ সালের পরে আমাদের কোনো মানুষ ভারতে যায়নি। কেন যাবে? আমরা অর্থনৈতিক দিক থেকে ওদের চেয়ে অনেক ভালো আছি। আমাদের লোক ভারতে যাওয়ায় প্রশ্নই উঠতে পারে না। কিন্তু কথাগুলো যখন বলে তখন তো আমাদের চিন্তিত হতে হয়। সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম নীরবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর সঞ্চালনায় বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক মীর  নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের সিনিয়র সহসভাপতি মোস্তাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুবদল দক্ষিণের সভাপতি রফিকুল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক  গোলাম মাওলা শাহীন প্রমুখ বক্তব্য দেন। মির্জা ফখরুল বলেন, আমরা কারও অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না। কিন্তু আমরা উদ্বিগ্ন। কারণ এ বিষয়ে বাংলাদেশের সরকার এখন পর্যন্ত কোনো কথা বলছে না। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু ভারতের নেতারা যে বলছেন, বাংলাদেশে  ফেরত পাঠানো হবে। সে সম্পর্কে একটা ব্যাখ্যা তো দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত তারা দিচ্ছে না।

সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের দাবিগুলো বলছি। অবিলম্বে এই সংসদ বাতিল করুন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করুন এবং নির্বাচন কমিশনকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন পরিচালনায় দায়িত্ব দিন। অন্যথায় এদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর