রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে তিন ক্লাবে অভিযান, জুয়ার সরঞ্জাম জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে র‌্যাব ও পুলিশের বিভিন্ন ইউনিট। গতকাল সন্ধ্যার পর কয়েকটি ক্লাব ও বারে এ অভিযান শুরু হয় বলে র‌্যাব-৭ নিশ্চিত করেছে।

এ সময় নগরীর ডবলমুরিং থানাধীন আইচ ফ্যাক্টরি রোডের মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রে অভিযান চালিয়ে অবৈধ ক্যাসিনোর আদলে জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ করেছে র‌্যাব ও পুলিশের অভিযান দল। পরে ক্লাব কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তবে রাত পৌনে ৯টা পর্যন্ত অভিযান চলছিল। তাই কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা যায়নি। এ ছাড়া র‌্যাব ও পুলিশের অন্য দুটি দল নগরীর হালিশহরে আবাহনী ক্লাব লিমিটেড ও সদরঘাট রোডে অবস্থিত মোহামেডান ক্লাব লিমিটেডেও অভিযান পরিচালনার জন্য ঘিরে রাখে। এ সময় ওই এলাকা দিয়ে যান ও পথচারী চলাচল সীমিত রাখে। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাসকুর রহমান বলেন- নগরীর সদরঘাটের মোহামেডান স্পোর্টিং ক্লাব, আইস ফ্যাক্টরি রোডে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র এবং হালিশহরে আবাহনীর অফিস ঘেরাও করে যৌথভাবে অভিযান চালাচ্ছে র‌্যাব। এর মধ্যে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের অফিস থেকে অবৈধভাবে চলা জুয়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত মিডিয়াকে জানানো হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর