রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাকিব ঝড়ে জয় টাইগারদের

মেজবাহ্-উল হক, চট্টগ্রাম থেকে

কেটে গেল আফগান ভয়। সাকিব আল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটে দারুণ এক জয় পেল বাংলাদেশ। ফাইনালের টেকনিক্যাল শোতে দারুণভাবে উত্তীর্ণ হলেন টাইগাররা। ২০০৪ সালে প্রথম জয়ের পর অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০-তে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ।

গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৩৮ রান করেছিল আফগানিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ বলে ৭০ রানের হার না মানা ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশকে জয় এনে দেন অধিনায়ক সাকিব।

ফাইনালের আগে এ জয়ে বড় প্রাপ্তি আফগান লেগি রশিদ খানের ভয়ও দূর হয়ে গেল। গতকাল আফগান দলপতির ৩ ওভার থেকেই ২৭ রান নিয়েছেন সাকিবরা।

কালকের ম্যাচে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররাই। আগের ম্যাচে আফগানিস্তান ১৬৪ রান করেছিল। কাল তাদের আটকে দেওয়া হয় মাত্র ১৩৮ রানেই। তবে এ ম্যাচেও দারুণ শুরু করেছিলেন রশিদ খানরা। ৯ ওভারে বিনা উইকেটে ৭৫ রান করেছিলেন তারা। ১০ম ওভারে আফিফ হোসেন দুই উইকেট নিয়ে ম্যাচের লাগাম টেনে ধরেন। আর স্লো ওভারে দুর্দান্ত বোলিং করেন পেসাররা। আগের ম্যাচে শেষের ৫ ওভারে যেখানে ৬৭ রান করেছিলেন আফগানরা, কাল সেখানে ৩১ রানের বেশি নিতে পারেননি। তবে বাংলাদেশকে মাত্র ১৩৯ রানের টার্গেট দিয়েও লড়াই জমিয়ে তুলেছিলেন আফগানরা। রশিদ খানরা একপ্রান্ত থেকে উইকেট শিকার করলেও আরেকপ্রান্তে ছিলেন সাকিব। শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ জয়ের পর অধিনায়ক সাকিব বলেন, টি-২০তে আমরা ভালো করতে পারছিলাম না। আফগানিস্তাকে হারিয়ে জয়ে ফেরায় ভালো লাগছে। নিজের পারফরমেন্স বলেন, এটা আমার দায়িত্ব। আশা করি ফাইনালে আমরা আরও ভালো খেলব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর