সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ক্যাসিনোর কালো টাকায় রাজনীতিও কালো হয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক

ক্যাসিনোর কালো টাকায় রাজনীতিও কালো হয়ে গেছে

খোন্দকার ইব্রাহীম খালেদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন, ক্যাসিনোতে কালো টাকার মালিকরা যায়। কালো টাকার মালিকরা রাজনীতিকেও কালো করে দিয়েছে। সাম্প্রতিক অভিযানে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সবার রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ প্রতিদিনকে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ইব্রাহীম খালেদ বলেন, ক্যাসিনো জুয়া এটা আমাদের দেশে পুরোপুরি অবৈধ। এর কোনো পজেটিভ দিক নেই। অথচ এগুলো  দেশে দীর্ঘদিন থেকে চলছে। সবাই জানত। কিন্তু এতদিন ধরেনি। আইনের শাসন নেই বলেই এটা সম্ভব হয়েছে। তিনি বলেন, আমাদের অর্থনীতির বড় অংশ যেখানে কালো টাকা। এই কালো টাকা এখন কালো রাজনীতিতে পরিণত হয়েছে। তারাই নিয়ন্ত্রক হয়ে উঠছে রাজনীতির। এগুলো যে কোনো উপায়ে বন্ধ করতে হবে। প্রশাসন ইচ্ছে করেই এতদিন এদেরকে ধরেনি। ক্যাসিনো হোক আর জুয়া হোক এটা চলতে দেওয়া যাবে না। এতে ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের অর্থনীতি। কালো টাকা উপার্জনে আরও বেশি উৎসাহ পাবে। অবৈধ উপায়ে যারা অর্থ বিত্তের মালিক হন তারা এখানে যাবে। ক্যাসিনোতে কখনো সাদা টাকা যায় না। তিনি আরও বলেন, সাম্প্রতিক অভিযানে যেসব ব্যক্তির নাম এসেছে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। সরকার কঠোর না হলে এর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ভবিষ্যতে এরা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।

সর্বশেষ খবর