মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

তিনজনকে গ্রেফতার করে পতন ঠেকানো যাবে না

নিজস্ব প্রতিবেদক

তিনজনকে গ্রেফতার করে পতন ঠেকানো যাবে না

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এই গ্রেফতার অভিযানের মধ্য দিয়ে যারা দুর্নীতির লাগাম ধরতে চায়, আমরা তাদের সাধুবাদ জানাই। তাদের সহযোগিতা করার সদিচ্ছা আমাদের আছে। মাত্র তিনটি লোককে ধরে যদি লাখো লোকের দুর্নীতি-লুটপাট আড়াল করতে চায়, তাহলে আমরা অসহায়। সরকারের নাটকের অংশ হিসেবে যদি হয়, তাহলে আমরা কোনো সহযোগিতা করতে পারব না। আর শুধু এই তিনজনকে গ্রেফতার করে সরকারের পতন ঠেকানো যাবে না।’ জাতীয় প্রেস ক্লাবে অধিকার আন্দোলন ফোরামের এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দল নেতা শাজাহান মিয়া সম্রাট, ওলামা দল নেতা শাহ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ বক্তৃতা করেন। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় অস্থিতিশীল পরিবেশের জন্য উপাচার্যদের দায়ী করে গয়েশ্বর বলেন, ‘সব ভিসির এক নীতি, সেটা হলো দুর্নীতি।’ তিনি বলেন, ‘বর্তমানে উচ্চ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় যা হচ্ছে তা যদি সংবাদপত্রে লেখা হতো, তবে অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতেন না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যেত।’ চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের সবার সহযোগিতা চেয়ে যে বক্তব্য দিয়েছেন তার জবাবে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘ওবায়দুল কাদের এটাকে বলছেন, ইমেজ রিকভারি। তার মানে হলো পচন ধরেছে। কাদের সাহেব চাইলে নিজেই নিজেদের সহায়তা করতে পারেন। আবার কেউ কেউ বলছেন গ্রেফতার ব্যক্তিরা আগে বিএনপি করতেন। যদি বিএনপি করে থাকতেন সে সময় তো তাদের পকেটে ১০ টাকাও ছিল না। কেউ চিনত না। আওয়ামী লীগে যোগ দেওয়ার পরই তো হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এত দিন ঢাকার ঐতিহ্য ছিল মসজিদ, আর এখন হলো ক্যাসিনোর শহর ঢাকা।’ গয়েশ্বর চন্দ্র বলেন, ‘একটা ক্যাসিনো তৈরি করতে ২-৪ হাজার কোটি টাকার প্রয়োজন হয়।

এই যে এসব পানের দোকান, কিংবা একটা ঘরের মধ্যে- এগুলো ক্যাসিনো নয়। এগুলো এক ধরনের ফটকাবাজি এবং টাকাগুলোকে এক জায়গায় নেওয়া ছাড়া আর কিছুই নয়। যাদের ধরা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদে গোয়েন্দা বাহিনী হয়তো বিব্রতবোধ করছে অনেকের নাম চলে আসায়। আমি অনুরোধ করব, প্রত্যেকের নাম পত্রিকার পাতায় ছাপিয়ে জনসম্মুখে প্রকাশ করুন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর