শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ক্যাসিনোর নেপালিদের পালিয়ে যেতে সহায়তা দুই পুলিশ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

ক্যাসিনোবিরোধী অভিযানের সময় নেপালি নাগরিকদের পালাতে সহায়তা করায় পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল ডিএমপি সদর দফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) প্রতিনিধিদের  সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। পুলিশের ওই দুই সদস্য হলেন- ডিএমপির প্ররক্ষা বিভাগের এএসআই গোলাম হোসেন মিঠু ও রমনা থানার কনস্টেবল দীপংকর চাকমা। তিনি বলেন, দুই পুলিশ সদস্য ছাড়াও ক্যাসিনোর সঙ্গে আর কোনো পুলিশ সদস্য জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। খুব দ্রুতই এর ফলাফল পাওয়া যাবে। ডিএমপি সূত্রে জানা গেছে, দুজনকে বরখাস্ত ছাড়াও ক্যাসিনোসহ অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্যকে বদলি করা হয়েছে। তাদের একজন পুলিশ পরিদর্শক এবং আরেকজন এএসআই। এদের একজন ডিবির ‘ক্যাশিয়ার’ নামে পরিচিত ছিলেন। মতবিনিময় সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, কৃষ্ণপদ রায়, ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ারসহ পুলিশ ও ক্র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর