শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

যুবলীগ নেতা খালেদ ১০, লোকমান দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে ক্যাসিনো চালানোর ঘটনায় গ্রেফতার যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দশ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এই দুই মামলায় সাত দিনের রিমান্ড শেষে গতকাল ঢাকার হাকিম আদালতে হাজির করে দুই মামলায় আরও দশ দিন করে ২০ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা র‌্যাব-৩ এর সহকারী পুলিশ কমিশনার বেলায়েত হোসেন। শুনানি শেষে মহানগর হাকিম দিদারুল আলম অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় পাঁচ দিন করে মোট দশ দিনের রিমান্ডে নিয়ে খালেদকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শেখ রকিবুর রহমান। অন্যদিকে খালেদের পক্ষে ছিলেন আইনজীবী মাহমুদুল হক। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করে আসামিকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দেন।

লোকমান ২ দিনের রিমান্ডে : বাসা থেকে মদ উদ্ধারের মামলায় ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। গতকাল পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনসারী এই আদেশ দেন। লোকমানের পক্ষে ছিলেন আইনজীবী মকবুল হোসেন ফকির। তিনি রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) পরিচালক। গত রবিবার এই ক্লাবে অভিযান চালিয়ে দুটো রুলেট টেবিল, নয়টি বোর্ড, বিপুল পরিমাণ কার্ড, ১১টি ওয়্যারলেস সেট ও ১০টি বিভিন্ন ধরনের চাকু উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। বুধবার মধ্যরাতে তেজগাঁওয়ের মনিপুরীপাড়ার বাসা থেকে লোকমানকে আটক করে র‌্যাব-২ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সকালে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, বাসায় অনুমোদনবিহীন পাঁচ বোতল বিদেশি মদ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর