শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রতিটি ক্ষেত্রে আজকে পতন ঘটেছে। এই পতনের কারণ হলো- দেশে কোনো প্রতিনিধিত্বশীল সরকার নেই, যে কারণে আজকে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দুর্নীতি এতটাই প্রসার লাভ করেছে যে, সরকার তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। দুর্নীতি আজ বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও আজ দুর্নীতিতে নিমজ্জিত। তিনি বলেন, এই ক্যাসিনো কাে  অভিযুক্তদের কিছুই হবে না। কয়েকদিন পর এসব ধামাচাপা দেওয়া হবে। কারণ এর পেছনে সরকারের মন্ত্রী-এমপিসহ রাঘববোয়ালরা জড়িত। গতকাল দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মানববন্ধন কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাবের আহ্বায়ক রাশিদুল হাসান, সদস্য সচিব ড. জি কে এম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যারিস্টার মওদুদ বলেন, শামীম, খালেদ আর সম্রাটÑ এরা মাত্র তিনটি নাম। আরও শত শত নাম আছে এবং শত শত মানুষ আছে যুবলীগ করে, যারা চাঁদাবাজি করে, ক্যাসিনো চালায় এবং জুয়ার আসর বসায়। শুধু ছাত্রলীগের শোভন-রাব্বানী নয়, এই দলের মধ্যে অনেক শোভন-রাব্বানী রয়েছে। একজন ছাত্রনেতা ৮৬ কোটি টাকা দুর্নীতি করতে পারে, কল্পনাও করা যায় না। জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই এসব নৈরাজ্য দূর হবে। অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। সে নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে গণপ্রতিনিধিত্বশীল সরকার গঠিত হলেই নৈরাজ্য, চাঁদাবাজি, জুয়া, ক্যাসিনো দূর হবে।

সর্বশেষ খবর