সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছোটখাটো আন্দোলন দিয়ে হবে না

নিজস্ব প্রতিবেদক

ছোটখাটো আন্দোলন দিয়ে হবে না

মানববন্ধনের মতো কর্মসূচিতে অনাগ্রহ দেখিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আর মানববন্ধন নয়, এবার রাস্তায় নেমে পড়ুন। কঠোর আন্দোলন গড়ে তুলুন। আসুন আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করি। জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে। দেশের শক্তিশালী রাজনৈতিক দলগুলো দুর্বল হয়ে পড়লে স্বৈরশাসন আরও কঠিনভাবে প্রতিষ্ঠিত হয়। এজন্য বলব- আর মানববন্ধন নয়, আসুন রাজপথে নেমে পড়ি। মনে রাখবেন- বেগম খালেদা জিয়া মুক্ত হলেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের এক মানববন্ধনে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। সংগঠনের উপদেষ্টা নাসিরউদ্দিন হাজারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় মানববন্ধনে বিএনপি  চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদি আহমেদ রুমি, বিএনপির কেন্দ্রীয় নেতা কাদের গনি চৌধুরী, ওলামা দলের শাহ মো. নেছারুল হক, কাজী মুনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। ক্যাসিনোবিরোধী অভিযানের মতো ঋণ খেলাপিদেরও গ্রেফতারের দাবি জানিয়েছেন জয়নুল আবদিন ফারুক। অর্থমন্ত্রীর বক্তব্য ঋণ খেলাপিরা ১১ হাজার ১২০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে বৈধভাবে খালি করে দিয়েছেন উল্লেখ করে তিনি সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, যারা ব্যাংকগুলোকে বৈধভাবে হাঙ্গরের মতো লুট করে খেয়েছে- তাদের কেন গ্রেফতার করছেন না?

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর