বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মানি লন্ডারিং মামলায় জি কে শামীমের সাত দেহরক্ষী রিমান্ডে

আদালত প্রতিবেদক

মুদ্রা পাচার (মানি লন্ডারিং) মামলায় যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের সাত দেহরক্ষীকে চার দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের এ আদেশ দেন। আসামিরা হলেন- মো. দেলোয়ার হোসেন, মো. মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসালাম, মো. শহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আমিনুল ইসলাম। এর আগে অস্ত্র মামলায় এই সাত আসামিকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মানি লন্ডারিং মামলার রিমান্ড আবেদনে বলা হয়, ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে নিজ কার্যালয় থেকে রিমান্ডে থাকা আসামি জি কে শামীমসহ সাত দেহরক্ষীকে আটকের সময় নগদ ১ কোটি ৮১ লাখ টাকা, ৯ হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুর ডলার, জি কে শামীমের মায়ের নামে ট্রাস্ট ব্যাংক নারায়ণগঞ্জ শাখায় ২৫ কোটি টাকা করে চারটি এবং ২৭ লাখ ৬০ হাজার টাকার একটি ও শাহজালাল ইসলামী ব্যাংক মহাখালী শাখায় ১০ কোটি টাকা করে চারটি এফডিআর এবং শামীমের নামীয় ট্রাস্ট ব্যাংক কেরানীগঞ্জ শাখায় ২৫ কোটি টাকার একটি এফডিআর জব্দ করা হয়। এ ছাড়া ৩৪টি ব্যাংক অ্যাকাউন্টের চেকবই উদ্ধার করা হয়। আসামিদের গ্রেফতারের সময় উদ্ধার করা বিপুল পরিমাণ অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা কোনো সদুত্তর দিতে বা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়া আসামিরা উপস্থিত সাক্ষীদের সামনে বিপুল অর্থ বিদেশে পাচার করার জন্য মজুদ রেখেছিলেন বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকার করায় তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়। তাই অর্থের উৎস সম্পর্কে জানতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ সময় আসামিপক্ষে আইনজীবী আবদুর রহমান হাওলাদার আসামিদের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন। এর আগে অস্ত্র মামলায় ২১ সেপ্টেম্বর এই সাত আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

সর্বশেষ খবর