বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ঘুষ ও ভিক্ষাবৃত্তির মধ্যে পার্থক্য নেই

নিজস্ব প্রতিবেদক

ঘুষ ও ভিক্ষাবৃত্তির মধ্যে পার্থক্য নেই

ইকবাল মাহমুদ

দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, যারা মনে করেন ঘুষ নিলে কেউ জানবে না, তারা বোকার স্বর্গে বাস করেন। ঘুষ নেওয়া ও ভিক্ষাবৃত্তির মধ্যে কোনো পার্থক্য নেই। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে উপসহকারী পরিচালক ও উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা  বলেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, কমিশনের অনুসন্ধান ও তদন্তের তথ্য ব্যবস্থাপনায় এমন কোনো সুযোগ রাখা উচিত হবে না, যাতে অপরাধীরা কমিশনের নথির গতিবিধি ও আগাম তথ্য জানতে পারেন। এভাবে কমিশনের তথ্য পাচার অফিসশৃঙ্খলা পরিপন্থী। ইকবাল মাহমুদ বলেন, নিজে পরিবর্তন না হলে, পরিণত মানুষের মানসিকতা পরিবর্তন করা প্রায় অসম্ভব। তাই প্রতিষ্ঠানের স্বার্থেই নিজেকে নিজেই পরিবর্তন করুন। কমিশনের প্রতিটি কার্যক্রম টিমওয়ার্ক-সংশ্লিষ্ট। তাই কর্মকর্তাদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে। তবে সবাইকে অফিস ডেকোরামও মানতে হবে। অভ্যন্তরীণ সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষা করা অফিশিয়াল আচরণের অন্যতম ভিত্তি।

সর্বশেষ খবর