বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বালিশের কভারের দাম ২৮ হাজার টাকা

স্বাস্থ্যমন্ত্রী যা বললেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্ভাব্য নির্মাণ প্রকল্প ব্যয় তালিকায় ২ হাজার টাকার বালিশের দাম ২৭ হাজার ৭২০ টাকা আর কভারের দাম ধরা হয়েছে ২৮ হাজার টাকা। বাজারমূল্যের সঙ্গে এই দামের আকাশ-পাতাল পার্থক্য নিয়ে সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজালের (ডিপিপি) ভুলে এমন দাম ধরা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। গতকাল ‘এবার বালিশ ২৭,৭২০ কাভার ২৮,০০০’ শিরোনামে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় বালিশ এবং কভারসহ অন্যান্য অনেক সামগ্রীর এমন অস্বাভাবিক দাম প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি পরিকল্পনা কমিশনে এ প্রকল্পের মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় এসব অস্বাভাবিক ব্যয় প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্য বিভাগের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তদন্ত করে ডিপিপি প্রস্তুতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। গতকাল স্বাস্থ্যমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন। বালিশের প্রস্তাবিত দাম অনেক বেশি এবং এই প্রস্তাব তৈরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না সে প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেছেন, ‘আমরা মনে করি, অবশ্যই এটা ভুল হয়েছে। এমন ভুল যাতে আগামীতে না হয় সে ব্যবস্থা আমরা নেব।’ কয়েক মাস আগে রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য নির্মাণাধীন আবাসন প্রকল্পের আসবাবসহ অন্যান্য আনুষঙ্গিক কাজে ‘অস্বাভাবিক’ ব্যয়ের খবর সংবাদমাধ্যমে আসে। সেখানেও একটি বালিশের পেছনে ৬ হাজার ৭১৭ টাকা ব্যয় দেখানো হয়। এরপর প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করা হয়। পরে ওই ঘটনার তদন্তে প্রকল্পের মালামাল কেনা ও উঠানোয় ৬২ কোটি ২০ লাখ ৮৯ হাজার টাকা দুর্নীতি হওয়ার তথ্য বেরিয়ে আসে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দুটি তদন্ত কমিটির প্রতিবেদনেই দুর্নীতির জন্য ৩৪ জন প্রকৌশলীকে দায়ী করা হয়। রূপপুরের ঘটনার সঙ্গে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের মিল দেখছেন কি না, এই প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর তো কাজ শেষ পর্যায়ে আর এটার কাজ এখনো শুরুই হয়নি। এই প্রকল্পের কাগজ এখনো একনেকে যায়নি।’

সর্বশেষ খবর