বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ভিসিদের নিয়ে কোনো অভিযোগ শুনতে চাই না

আকতারুজ্জামান

ভিসিদের নিয়ে কোনো অভিযোগ শুনতে চাই না

ড. কাজী শহীদুল্লাহ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নিয়ে নানা অভিযোগ আসছে। ভিসিদের নিয়ে আমরা কোনো অভিযোগ শুনতে চাই না। ভিসিদের ব্যাপারে এসব অভিযোগ কাম্য নয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, ভিসিরা সমাজের উঁচু শ্রেণির মানুষ। তারা বিশ্ববিদ্যালয় পরিচালনার পাশাপাশি সমাজেও বিশেষ অবদান রাখবেন। তারা থাকবেন সমাজের রোল মডেল হিসেবে। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিষয়টি সবার জন্য উদাহরণ হয়ে থাকবে। একজন উপাচার্য শিক্ষার্থীদের ভালোভাবে দেখভাল করবেন। তার কাছে কোনো অপ্রীতিকর মন্তব্য কারও কাম্য নয়। বিশ্ববিদ্যালয়গুলোর এ শীর্ষ পদে যোগ্যদেরই আসীন করতে হবে। সরকারি দলেও অনেক যোগ্য শিক্ষক রয়েছেন। যাচাই-বাছাই করে তাদের নিয়োগ দিতে হবে। ইউজিসি চেয়ারম্যান বলেন, ছাত্রছাত্রীরাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। শিক্ষার্থীরা না থাকলে একজন ভিসিরও গুরুত্ব থাকে না। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যদের নিয়োগের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি আরও বলেন, একজন অযোগ্য ব্যক্তি, খারাপ মানুষ শিক্ষক হলে পুরো চাকরিজীবন বিশ্ববিদ্যালয়কে ভোগাবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিতে ছাড় দেওয়া উচিত নয়। কাজী শহীদুল্লাহ বলেন, আমরা উপাচার্যদের কার্যবিধি পর্যবেক্ষণ করছি। বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে। তাদের বিরুদ্ধে আসা অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ইউজিসি চেয়ারম্যান বলেন, অনেক অভিযোগ থাকলেও ভিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ইউজিসির নেই।

সেই সক্ষমতাই ইউজিসিকে দেওয়া হয়নি। ইউজিসি শুধু ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করতে পারে। তাই উচ্চশিক্ষার পরিবেশ রক্ষার স্বার্থে ইউজিসিকে আরও শক্তিশালী করার ব্যাপারে জোর দেন তিনি।

সর্বশেষ খবর