বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিপর্যয়ের পথে এগিয়ে চলছে বিশ্ব

নিজস্ব প্রতিবেদক

বিপর্যয়ের পথে এগিয়ে চলছে বিশ্ব

নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সপ্তাহে প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের সম্মেলনে বক্তৃতায় শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস সতর্ক বার্তা দিয়ে বলেছেন, বিশ্ব এখন বিপর্যয়ের দিকে এগিয়ে চলছে। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইউনূস সেন্টার জানায়, গত ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের পাশাপাশি বিশ্বনেতাদের একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে ভাষণ দেন নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। হার্ভার্ড ক্লাবে অনুষ্ঠিত ‘টেকসই উন্নয়নের যুগে ভূ-রাজনীতি’ শীর্ষক এ সম্মেলনের আয়োজক ছিলেন মানবাধিকার ফাউন্ডেশন ‘রবার্ট এফ কেনেডি : রিপল্স অব হোপ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কেরি কেনেডি। বিভিন্ন দেশের ৩০ জন প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সাবেক প্রধান নির্বাহীরা এতে যোগ দেন। জাতিসংঘে প্রফেসর ইউনূস বর্তমান পৃথিবী নিয়ে তার তিনটি উদ্বেগ তুলে ধরেন।  তিনি ব্যাখ্যা করে বলেন- কেন তিনি মনে করেন, পৃথিবী এখন যে পথে এগিয়ে চলছে তা বিপর্যয়ের পথ।

সর্বশেষ খবর