শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দিল্লিতে ঢুকে পড়েছে ৪ জঙ্গি সতর্কতা জারি

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের ৪ সদস্য দিল্লিতে ঢুকে পড়েছে এবং তারা দুর্গোৎসবের সময় হামলা চালানোর পরিকল্পনা করছে বলে খবর পেয়েছে ভারতের নিরাপত্তা বাহিনীগুলো। ফলে দিল্লির সর্বত্র কড়া সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র : এনডিটিভি।

নিরাপত্তা বাহিনী থেকে বলা হয়েছে, গত বুধবার সন্ধ্যায় দিল্লি পুলিশের একটি বিশেষ সেলের কাছে রাজধানীতে জঙ্গিদের উপস্থিতি সংক্রান্ত সতর্কবার্তাটি আসে। ৪ জঙ্গির সঙ্গেই ভারী অস্ত্র থাকতে পারে। তারা ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে অঞ্চলটিকে দুটি কেন্দ্র শাসিত এলাকায় ভাগ করার সিদ্ধান্তের প্রতিশোধ নিতে সন্ত্রাসী হামলা চালাতে পারে। বিশেষ করে সন্ত্রাসীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে টার্গেট করে থাকতে পারে। এসব তথ্য পাওয়ার পর থেকে ভারতজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিজুড়ে এবং নগরীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ব্যাপক তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে ৩০টি শহরের নামোল্লেখ করে দেওয়া হুমকির কথা জানিয়ে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব রাজ্যে সতর্কতা জারি করেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে বিমান ঘাঁটিতে হামলার হুমকি বিষয়ক তথ্য আসার পর ভারতীয় বিমান বাহিনীকেও সজাগ থাকতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি হয়েছে। শ্রীনগর, অবন্তিপুর, জম্মু, পাঠানকোট ও হিন্দনের বিমান ঘাঁটিগুলোর নিরাপত্তা  জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর