শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ক্যাসিনো মাহাজং এবার উত্তরায়

সেলিম চার দিনের ও লোকমান ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার একটি চাইনিজ কফি হাউস ও আবাসিক হোটেল থেকে হংকং ও ম্যাকাও-এর ক্যাসিনোর বিখ্যাত গ্যাম্বলিং মেশিন ‘মাহাজং’ উদ্ধার করা হয়েছে। কাস্টমস  গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল গতকাল বিকালে ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউর হবনব কফি হাউস ও চাইনিজ হোস্টেল থেকে ক্যাসিনো মেশিন উদ্ধার করে। এই দুটি প্রতিষ্ঠানের মালিক চাইনিজ নাগরিক কেন্ট। নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান চায়না থেকে ২০১৮ সালের আগস্ট মাসে ২০টি কার্টনে ৭ সেট ক্যাসিনো খেলার ‘মাহাজং’ মেশিন আমদানি করে। চাইনিজ নাগরিক কেন্ট এসব পণ্য বিভিন্ন চাইনিজ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে থাকেন। তার প্রতিষ্ঠান থেকে দুটি মেশিন উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বনানীর নিউ ড্রাগন চাইনিজ রেস্টুরেন্ট থেকে ‘মাহাজং’ উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দারা জানান, ১৯৪৫ সালে চায়নাতে কমিউনিস্ট বিপ্লবের উত্থানকালে মাহাজং খেলায় গ্যাম্বলিং আসক্তির জন্য দেশটিতে এ মেশিন নিষিদ্ধ করা হয়। এদিকে অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানসহ তিনজনকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম মাদকের মামলায় এ আদেশ দেন। অন্য আসামিরা হলেন রোমান ও আখতারুজ্জামান।

প্রধান-লোকমান রিমান্ডে : অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানসহ তিনজনকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ আদেশ দেন। অন্য আসামিরা হলেন রোমান ও আখতারুজ্জামান। সকালে গুলশান থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম সেলিম প্রধানসহ তিনজনকে আদালতে হাজির করেন। একই সঙ্গে তিনি গ্রেফতারের আবেদনসহ সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক ধীমান চন্দ্র ম-ল গ্রেফতারের আবেদন মঞ্জুর করেন। এরপর রিমান্ডের শুনানি শুরু হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেককে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তেজগাঁও থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফরিদ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে আসামির দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে আবারও ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) কামরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর