শনিবার, ৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দেশের ভাবমূর্তি নষ্ট করে দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক

দেশের ভাবমূর্তি নষ্ট করে দুর্নীতি

ড. জামালউদ্দিন আহমেদ

জনতা ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ বলেছেন, সরকারি প্রতিষ্ঠানের কেনাকাটার বেশ কয়েকটিতে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব দুর্নীতি দেশের ভাবমূর্তি ক্ষুণœ করে, আর্থিক ব্যবস্থাপনাকে ক্ষতিগ্রস্ত করে। বিদেশি বিনিয়োগকারীরা শঙ্কায় পড়ে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, করপোরেট প্রতিষ্ঠানে স্তরে স্তরে গেটকিপার থাকেন। আর্থিক খাতের স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব তাদের ওপর বর্তায়। প্রতিষ্ঠানে অনিয়ম হলে বুঝতে হবে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। সব খাতে উন্নয়নসূচকে এগিয়ে যাচ্ছে দেশ। বেগবান হচ্ছে উন্নয়নের ধারা। এ সময় এমন দুর্নীতির অভিযোগ দেশকে পেছনের দিকে টেনে ধরবে। বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করার আগে সার্বিক বিষয়ে খোঁজ নেবে। তখন এসব দুর্নীতির ঘটনা তাদের মনে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে। বিনিয়োগকারীরা শঙ্কায় পড়ে যান। অর্থনীতিবিদ ড. জামালউদ্দিন আহমেদ বলেন, শুধু সরকারি প্রতিষ্ঠানের কেনাকাটা নয় রাজস্ব আদায়, ব্যাংকিং খাতের শৃঙ্খলাও বিনিয়োগকারীদের বিবেচ্য বিষয়। অনিয়ম-দুর্নীতি শুধু দেশের বাইরের ইমেজ নয়, দেশে মানুষের আস্থাও নষ্ট করে।

সর্বশেষ খবর