শনিবার, ৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

শুদ্ধি অভিযান ঘর থেকেই শুরু

ওবায়দুল কাদের

গাজীপুর প্রতিনিধি

শুদ্ধি অভিযান ঘর থেকেই শুরু

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন সম্পর্কে বলেছেন, এ ব্যাপারে উচ্চপর্যায় থেকে কোনো রেসপন্স আসেনি। তিনি শুদ্ধি অভিযান সম্পর্কে  বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে আপন ঘর থেকেই এ অভিযান শুরু করা হয়েছে। তিনি গতকাল সকালে গাজীপুরের কালিয়াকৈর খাড়াজোড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোরলেন প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা জানান। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া যদি জামিন পান এবং চিকিৎসকদের পরামর্শে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার মতো অবস্থা তার হয় এবং সে রকম পর্যায়ে তার অবস্থার অবনতি ঘটে- সেটা পরবর্তীতে বিবেচনা করা যাবে। বিএনপি নেতারা যে দাবি করছেন, তার সঙ্গে চিকিৎসকদের রিপোর্টের কোনো সঙ্গতি নেই। তিনি জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপির এমপিরা আমাদের সঙ্গে কথা বলেছেন?। আমার মাধ্যমে তারা সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি বিবেচনার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। তবে এই বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায় থেকে কোনো রেসপন্স আসেনি। মন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সম্পর্কে বলেন, চলমান অভিযান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কোনো দলের বিরুদ্ধে নয়। এটি অপরাধীদের এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি অভিযান। দুর্বৃত্তায়নের চক্রটিকে ভেঙে দিতে হবে। সেজন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন। এই অভিযান শুরু করেছেন ঘর থেকে। আপন ঘর থেকেই তিনি শুদ্ধি অভিযান শুরু করেছেন। তিনি বলেন, যারাই অপরাধী, যেখানেই অপরাধী থাক, সে ঢাকা বা গাজীপুর, সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া পর্যন্ত হোক- সেখানেই অভিযান চালানো হবে। যেখানেই অপকর্মকারী-অপরাধি-দুর্বৃত্ত-চাঁদাবাজ-লুটপাটকারী-টেন্ডারবাজ সেখানেই এই অভিযান চলবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিষ্কার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী দিল্লি যাওয়ার প্রাক্কালেও বলে গেছেন- এই শুদ্ধি অভিযান শিথিল হবে না। এই অ্যাকশন প্রোগ্রাম চলতেই থাকবে। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফউদ্দিন এবং সড়ক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ খবর