রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ধোঁয়াশা কাটেনি জিসান নিয়ে

নিজস্ব প্রতিবেদক

বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদের গ্রেফতার নিয়ে ধোঁয়াশা কাটেনি। যদিও পুলিশ বলছে, জিসান গ্রেফতার হয়েছে। কিন্তু কখন কোথা থেকে জিসানকে গ্রেফতার করা হয়েছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রধান জিসানকে দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন। তবে জিসানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, জিসান গ্রেফতার হননি। তিনি তার আগের স্থানেই রয়েছেন।

সূত্র জানায়, জিসান ভারতীয় পাসপোর্ট নিয়ে দুবাই যান। তিন বছর আগেই সেই পাসপোর্ট তিনি ফেলে ডোমেনিকান পাসপোর্ট নিয়েছেন। সেই পাসপোর্টসহ গ্রেফতার হওয়ার প্রশ্নই ওঠে না। গত বৃহস্পতিবার জিসানের গ্রেফতারের বিষয়টি ছড়িয়ে পড়ে। বিভিন্ন মিডিয়ায় এ নিয়ে গতকাল প্রতিবেদনও প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে জিসান গত মঙ্গলবার রাতে গ্রেফতার হয়েছেন বলে উল্লেখ করা হলেও পুলিশ তা নিশ্চিত করেনি। জিসানের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, তিনি গ্রেফতার হননি। বহাল তবিয়তেই আছেন। কয়েক সপ্তাহ আগেই তিনি দুবাই ছাড়েন। তার বর্তমান অবস্থান লন্ডনে। পরিবার-পরিজন নিয়ে তার সেখানে ভালোই দিন কাটছে। এরআগে পুলিশ সদর দফতরের বাংলাদেশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুবাইয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। গত ২৫ সেপ্টেম্বর এ বিষয়ে একটি চিঠি আমাদের কাছে আসে। চিঠিটি পাঠানো হয়েছে দুবাই পুলিশের এনসিবি থেকে। তিনি বলেন, আমরা ইন্টারপোলের রেড নোটিশধারী এ অপরাধীকে গ্রেফতারের বিষয়ে তিন মাস ধরে কাজ করে যাচ্ছি। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, দুবাই থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গ্রেফতার হওয়ার সময় জিসানের কাছে ভারত ও ডোমেনিকান দুটি পাসপোর্ট পাওয়া গেছে। গ্রেফতারকৃত জিসানের ছবি ঢাকায় পুলিশ সদর দফতরে পাঠানো হয়। আমরা সেই ছবি ডিবির কাছে পাঠিয়ে দেই। ডিবি পুলিশ সেই ছবির সঙ্গে জিসানের বর্তমান ছবি মিলিয়ে নিশ্চিত করে যে, এটাই জিসান। সেই সূত্র ধরে আমরা নিশ্চিত হয়েছি দুবাইয়ে গ্রেফতার হওয়া ওই ব্যক্তিই জিসান। কবে কোথা থেকে জিসান গ্রেফতার হয়েছেন, এমন প্রশ্নের সুনির্দিষ্ট কোনো জবাব পুলিশের এ কর্মকর্তা জানাতে পারেননি। তিনি বলেন, দুবাই পুলিশ এ বিষয়টি তাদের জানায়নি। সে কারণে কোথা থেকে কবে জিসানকে গ্রেফতার করা হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেননি।

সর্বশেষ খবর