রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বানর নাচানোর খেলা খেলছে সরকার

নিজস্ব প্রতিবেদক

বানর নাচানোর খেলা খেলছে সরকার

সরকার বানর নাচানোর খেলা খেলছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আগে বায়তুল মোকাররমের আশপাশের বিভিন্ন মোড়ে মোড়ে দেখতাম বানর নাচায়। বানর নাচায় লোক সমবেত করতে। তারপর সেখানে ভেজাল ওষুধ বিক্রি করে। বর্তমান সরকারও বানর নাচানোর ব্যবস্থা করেছে- যাতে মানুষ সেদিকে আকৃষ্ট হয়ে থাকে, আর তারা  তাদের অপকর্ম নির্দ্বিধায় করতে পারে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে শিশু কিশোর মেলা নামে একটি সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে এতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছড়াকার আবু সালেহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। গয়েশ্বর রায় বলেন, ‘বর্তমানে দেশে রাজনীতি নাই, আছে দুর্নীতি। যারা দুর্নীতির অনুসন্ধান করছেন তারা কতটুকু দুর্নীতির ঊর্ধ্বে- এটাও জনগণের প্রশ্ন। ছোটখাটো দু-একটা টোকাই ধরে গল্প-ইতিহাস-নাটক সৃষ্টি করে কিছু সময়ের জন্য চমক সৃষ্টি করা যায়, কিন্তু প্রকৃত অর্থে দুর্নীতির হাত থেকে দেশকে রক্ষা করা যায় না।’ তিনি আরও বলেন, ‘দেশে এখন ৭৬ হাজার কোটিপতি। ৫ বছর আগে নাকি ১৯ হাজার ছিল। এখন হয়েছে ৭৬ হাজার। এটা শুধু ব্যাংকে গচ্ছিত টাকার হিসাব অনুযায়ী। এসব কোটিপতি প্রধানমন্ত্রীর কল্যাণে হয়েছে।’ তিনি বলেন, ‘কত  কোটি টাকা যে বিদেশে গেছে তার তালিকা যদি প্রকাশ করা হয়- তাহলে আওয়ামী লীগ করে না এমন কোনো কোটিপতি পাওয়া যাবে না। তারা কোটিপতি হয়েছেন, আর  সাধারণ মানুষ নিঃস্ব হয়েছেন।’

সর্বশেষ খবর