সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

শেখ হাসিনা-সোনিয়া গান্ধী বৈঠক

বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নয়াদিল্লি প্রতিনিধি

শেখ হাসিনা-সোনিয়া গান্ধী বৈঠক

নয়াদিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী -বাংলাদেশ প্রতিদিন

ভারতের ন্যাশনাল কংগ্রেস পার্টির সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোনিয়া গান্ধী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেল তাজে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাদের মধ্যে এ কুশল বিনিময় হয়। পরে তারা আধাঘণ্টা নিজেদের মধ্যে বৈঠক করেন। প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশ সফরের জন্য সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ভারতীয় সময় রাত ৮টায় নয়াদিল্লির বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। গতকাল রাত ১১টায় তার ঢাকায় হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। জানা যায়, গতকাল দুপুরে হোটেল কক্ষে ঢুকতে না ঢুকতেই প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে বুকে জড়িয়ে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতিতে যোগদানের জন্য প্রধানমন্ত্রী প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানান। পাশে দাঁড়িয়ে সেই ভালোবাসা ও আন্তরিকতা প্রত্যক্ষ করেন প্রিয়াঙ্কার মা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেসের নেতা আনন্দ শর্মা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, শেখ হেলাল উদ্দিন এমপি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, এ সময় দুই নেত্রী তাদের পুরনো দিনের কথা স্মরণ করেন। বৈঠককালে শেখ হাসিনা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা স্মরণ করেন। এর আগে হাসিনার সঙ্গে দীর্ঘ সময় বৈঠক হয় ভারতের বিশিষ্ট চিত্রপরিচালক শ্যাম বেনেগালের। বেনেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাহিনির নির্মাতা। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় এই বায়োপিক তৈরি হচ্ছে। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ?যাপন উপলক্ষে এই সিনেমা রিলিজ হবে। এর স্ক্রিপ্ট লিখছেন অতুল তিওয়ারি। শ্যাম বেনেগালের সঙ্গে হাসিনার বৈঠকে তিওয়ারিও উপস্থিত ছিলেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, হাসিনা ও বেনেগালের মধ্যে এই প্রথম বঙ্গবন্ধুর জীবনকাহিনি তৈরি নিয়ে কথাবার্তা হয়। শেখ মুজিবের জীবনের বিভিন্ন দিক এই আলোচনায় উঠে আসে। পরিচালক শ্যাম বেনেগাল কীভাবে ছবিটি তৈরি করতে চাইছেন, সে বিষয়ে হাসিনারও কিছুটা ধারণা হয়। এই বৈঠক সেই হিসাবে ফিল্মের ‘ইনপুট’ হিসেবে কাজ করেছে।

বাংলাদেশ প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে ৩ অক্টোবর ভারতে যান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

সর্বশেষ খবর