শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
দ্রুত বিচার ট্রাইব্যুনালে শাস্তি দাবি

বুয়েট ভিসির সমালোচনা করল ১৪ দল

নিজস্ব প্রতিবেদক

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ঘাতকদের দ্রুতবিচার আইনের আওতায় এনে ট্রাইব্যুনাল গঠন করে আবরার ফাহাদ হত্যার বিচার করতে হবে। অতীতে যেমন কোনো অপরাধীকে ছাড় দেওয়া হয়নি, তেমনি দ্রুত সময়ের মধ্য আবরার হত্যাকাে র বিচার হবে। 

মোহাম্মদ নাসিম বলেন, আমরা খুব দুঃখ পেয়েছি। বুয়েটের ভিসি তাৎক্ষণিকভাবে তার সন্তানতুল্য আবরার  হত্যাকা-ের পরে সেখানে গেলেন না কেন? একজন ভিসির কাছে এ ধরনের আচরণ আশা করি না। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ পর্যন্ত ৫৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এসব সমঝোতার কোথায় বাংলাদেশের স্বার্থ রক্ষা করা হয়নি তথ্য-উপাত্তের ভিত্তিতে তুলে ধরুন। আমি চ্যালেঞ্জ করছি এ বিষয়ে। তিনি বলেন, ভারতের সঙ্গে যে ৫৩টি সমঝোতা চুক্তি হয়েছে তার মধ্যে কোনটি দেশের স্বার্থবিরোধী তা সুনির্দিষ্ট করে প্রমাণ করার চ্যালেঞ্জ দিচ্ছি। ফেনী নদীর যে পরিমাণ পানি ভারতকে দেওয়া হবে তাতে পরিবেশ প্রকৃতির ওপর কোনো প্রভাব পড়বে না। এ ব্যাপারে আমরা চ্যালেঞ্জ করছি। তিনি বলেন, রাডার স্থাপনে বাংলাদেশের সমুদ্রসীমাকে সুরক্ষা করবে। এই রাডার ভারত সরবরাহ করবে। যারা এর বিরোধিতা করছে তারা সমুদ্রসীমাকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিতে চায়। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, ঢাকা মহানগর আওয়ামী লীগের শাহে আলম মুরাদ, ডা. দিলীপ রায় প্রমুখ।

সর্বশেষ খবর