শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বুয়েট প্রশাসন সতর্ক থাকলে খুন হতো না

নিজস্ব প্রতিবেদক

বুয়েট প্রশাসন সতর্ক থাকলে খুন হতো না

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাক না দিলে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে না। এ বিষয়ে বুয়েট প্রশাসন আরেকটু সতর্ক থাকলে হয়তো আবরার হত্যাকা  ঘটতো না। ভবিষ্যতে প্রশাসন ছাত্রদের প্রতি আরও নজর দেবে, দায়িত্ববান হবে বলে আশা করি। গতকাল রাজধানীর  তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আবরার হত্যাকান্ডে জড়িত প্রায় সবাইকে আমরা শনাক্ত করেছি ও ধরেছি। এ পর্যন্ত ১৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজন ১৬৪ থানায় জবানবন্দি দিয়েছে। আমি আগেও বলেছি, আজও বলছি, অত্যন্ত দ্রুততার সঙ্গে এ মামলার চার্জশিট  দেওয়া হবে। আশা করছি তদন্ত সংস্থা দ্রুত ও মামলার তদন্ত সম্পন্ন করবে।

সর্বশেষ খবর