শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

অপপ্রচারকারীদের বিরুদ্ধে ইনুর চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

অপপ্রচারকারীদের বিরুদ্ধে ইনুর চ্যালেঞ্জ

ভারত-বাংলাদেশ স্বাক্ষরিত ৫৩টি সমঝোতা স্মারক নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ পর্যন্ত ৫৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এসব সমঝোতার কোথায় বাংলাদেশের স্বার্থ রক্ষা  করা হয়নি, তথ্য-উপাত্তের ভিত্তিতে তুলে ধরুন। আমি চ্যালেঞ্জ করছি এ বিষয়ে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন। হাসানুল হক ইনু বলেন, ভারতের সঙ্গে যে ৫৩টি সমঝোতা চুক্তি হয়েছে তার মধ্যে কোনটি দেশের স্বার্থবিরোধী, সেটি সুনির্দিষ্ট করে প্রমাণ করার চ্যালেঞ্জ দিচ্ছি। তিনি বলেন, ফেনী নদীর যে পরিমাণ পানি ভারতকে দেওয়া হবে তাতে পরিবেশ-প্রকৃতির ওপর কোনো প্রভাব পড়বে না। এদিকে গতকাল বিকালে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার এক বিবৃতিতে বলেছেন, ভারত বিরোধিতার বস্তাপচা রাজনীতি পরিত্যাগ করে পারস্পরিক মর্যাদা, সম্মান, বিশ্বাস, আস্থা, বন্ধুত্ব, সহযোগিতা, অংশীদারিত্বের ভিত্তিতে কীভাবে বাংলাদেশ ও ভারত সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে- সে বিষয়েই সবার মনোযোগ দেওয়া প্রয়োজন।

সর্বশেষ খবর