শিরোনাম
রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পাঁচ দফা মেনেছে প্রশাসন আন্দোলন অব্যাহত

ভর্তি পরীক্ষার জন্য দুই দিন শিথিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

‘স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য’ শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি মেনে নিয়ে সেগুলো বাস্তবায়নে প্রশাসনের  নোটিস জারি করেছে বুয়েট প্রশাসন। দাবি মেনে নেওয়ায় এবং ভর্তি পরীক্ষার জন্য আজ রবিবার ও আগামীকাল সোমবার আন্দোলন শিথিলের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আন্দোলনের মূল ১০ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। ছাত্রলীগের নৃশংসতার শিকার মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ১০ দফা দাবিতে আন্দোলন করে আসছেন বুয়েটের শিক্ষার্থীরা। শুক্রবার উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে ‘স্বল্প সময়ে বাস্তবায়ন করা যায়’ এমন পাঁচ দফা দাবি তুলে ধরেন তারা। শিক্ষার্থীরা জানান, ১৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা হতে হলে এসব দাবি পূরণ করতে হবে। এমন পরিস্থিতিতে শনিবার দুপুরের মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে নোটিস দেয় বুয়েট প্রশাসন। এর পরই আন্দোলন শিথিলের ঘোষণা দেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে ছিল- আবরার হত্যাকান্ডে জড়িতদের সাময়িক বহিষ্কার করা এবং পরে অভিযোগপত্রে যাদের নাম আসবে তাদের স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে মর্মে প্রশাসনের নোটিস জারি করতে হবে; আবরার হত্যা মামলার সব খরচ বুয়েট প্রশাসন কর্তৃক বহন করতে হবে এবং তার পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে বুয়েট প্রশাসন বাধ্য থাকবে- এটি নোটিসে লেখা থাকতে হবে; বুয়েটে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে হলগুলো থেকে অছাত্র ও অবৈধভাবে হলের সিট দখলকারীদের উৎখাত এবং ক্যাম্পাসে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর কার্যালয় সিলগালা করতে হবে; বুয়েটে আগে ঘটে যাওয়া সব শিক্ষার্থী নির্যাতন, হয়রানি ও ভবিষ্যতে এ ধরনের যে কোনো ঘটনা প্রকাশের জন্য বিআইআইএস অ্যাকাউন্টে একটি কমন প্ল্যাটফর্ম যুক্ত করা এবং এর পূর্ণ মনিটরিংয়ের ব্যবস্থা করে শাস্তি দিতে একটি কমিটি গঠন করা মর্মে নোটিস দিতে হবে; প্রত্যেক হলের সব তলায় সব উইংয়ের দুই পাশে সিসিটিভি ক্যামেরা যুক্ত করতে হবে এবং এই সিসিটিভি ফুটেজ সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে এই মর্মে একটি নোটিস জারি করতে হবে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. সাইদুর রহমান স্বাক্ষরিত পৃথক পাঁচটি নোটিসে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বাস্তবায়নের কথা জানানো হয়। নোটিসগুলোতে বিশ্ববিদ্যালয়ে সব রাজনৈতিক দল ও তাদের কার্যক্রম নিষিদ্ধ, কেউ ছাত্ররাজনীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা, আবরার হত্যা মামলার খরচ বহন ও আর্থিক সহায়তা, শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদারকিতে পোর্টাল তৈরি, হলগুলোর ফ্লোরের দুই দিকে সিসিটিভি ক্যামেরা লাগানো, অছাত্র ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ ও রাজনৈতিক কক্ষ বন্ধের কথা বলা হয়েছে।

বিভিন্ন জায়গায় মানববন্ধন : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জ সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা ছাত্র শাখা। এ সময় দ্রুততম সময়ের মধ্যে আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের দাবি জানান বক্তারা। তারা আবরার ফাহাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবিও জানান। এদিকে আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত করেছে সচেতন নাগরিক কমিটি। মানববন্ধনে সমাজের নানা শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সর্বশেষ খবর