মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বুয়েটে ভর্তি পরীক্ষা কড়া নিরাপত্তায়

আবরার হত্যার বিচার দাবিতে গণস্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডের পর বিক্ষোভ-আন্দোলন আর অনিশ্চয়তা পেরিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তিযুদ্ধে অংশ নিলেন শিক্ষার্থীরা। গতকাল সকাল ৯টা থেকে ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের এই ভর্তি পরীক্ষা শুরু হয়। মোট ১২ হাজার ১৬১ পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৭৬৩ জন ইঞ্জিনিয়ারিং এবং ১ হাজার ৩৯৮ জন স্থাপত্যের। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা বেলা ১২টায় পরীক্ষা শেষ করেন। তাদের সঙ্গে পরীক্ষায় বসা আর্কিটেকচারের  শিক্ষার্থীদের অঙ্কন পরীক্ষা হয় দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।  মোট পরীক্ষার্থীর ৯০ শতাংশই পরীক্ষায় উপস্থিত ছিলেন বলে জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভর্তি পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বছর পরীক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশ। ভিসি বলেন, আবরার হত্যার প্রতিবাদে চলমান আন্দোলন ভর্তি পরীক্ষায় প্রভাব ফেলেনি। বুয়েটের সংকট নিরসনে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি আমরা মেনে নিয়েছি। আশা করি, দ্রুতই সংকট নিরসন হবে। উপাচার্য জানান, বুয়েটের হলে হলে অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত শিক্ষার্থীদের বাইরে কেউ হলে থাকতে পারবেন না। বুয়েটে ছাত্র-শিক্ষকদের সাংগঠনিক রাজনীতিও থাকবে না।  তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ নিহত হওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট। উপাচার্য সাইফুল ইসলাম তাদের দাবি মেনে  নেওয়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পাঁচটি দাবি তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের বিজ্ঞপ্তি দিলে ভর্তি পরীক্ষার জন্য আন্দোলন শিথিল করা হয়। বুয়েটের প্রধান ফটক থেকে পলাশী পর্যন্ত হলসংলগ্ন দেয়ালে আঁকা হয়েছে প্রতিবাদী ছবি। কোথাও কোথাও দেখা যাচ্ছে রক্তাক্ত আবরারের ছবি, নির্যাতন বন্ধের দাবিতে স্লোগান।

বুয়েটে গণস্বাক্ষর কর্মসূচি : আবরার ফাহাদ হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকালও আবরার হত্যাকারীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করছেন আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার থেকে আবার আন্দোলন পুরোদমে চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষার কারণে সকাল থেকেই বুয়েট ক্যাম্পাসে ভর্তি-ইচ্ছুক ও তাদের অভিভাবকরা ভিড় করেন।

সর্বশেষ খবর