বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মধ্যযুগের নিষ্ঠুরতাকে হার মানায়

-সৈয়দ আবুল মকসুদ

মধ্যযুগের নিষ্ঠুরতাকে হার মানায়

বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সুনামগঞ্জে শিশু ও বুয়েটে আবরার হত্যা দুটির মধ্যে পার্থক্য নেই। দুটি ঘটনাই বতমান রাষ্ট্রের চরিত্রকে প্রতিফলিত করে। একটি ঘটনায় শাসক শ্রেণির মানুষ জড়িত অন্যটিতে সাধারণ মানুষ। মধ্যযুগের নিষ্ঠুরতা নৃশংসতাকে হার মানায় এই হত্যাকা-গুলো। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও বলেন, এই দেশে শাসক-শাসিত উভয়ই অন্যায়ে জড়িত। দুই শ্রেণির হাত ধরেই সমাজে বর্বর হত্যাকা- ঘটছে। এটি কোনো আধুনিক রাষ্ট্রের চরিত্র নয়। যে বা যারাই শিশুকে হত্যা করেছে তাদের মধ্যে পাশবিকতার উপাদান ষোল আনা। মনুষ্যত্বের লেশমাত্র নেই। এই মনুষ্যত্বহীন সমাজে বাস করছি। এই দায় অন্যের নয়, আমাদেরই বহন করতে হবে। কারণ আমরা দিনে দিনে সমাজকে এ পর্যায়ে নিয়ে গেছি। এমন বর্বর সমাজ তৈরি করেছি। রাষ্ট্রীয় পর্যায়েও আইনের শাসন, ন্যায়বিচার নেই। যদি থাকত তাহলে এই পৈশাচিকতা দেখতে হতো না।

সর্বশেষ খবর