বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নির্মমতার চরম সীমায় পৌঁছেছে মানুষ

-সালমা আলী

নির্মমতার চরম সীমায় পৌঁছেছে মানুষ

মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট সালমা আলী বলেছেন, সুনামগঞ্জে পাঁচ বছরের শিশুকে যেভাবে হত্যা করা হয়েছে তা নৃশংসতার সব সীমা ছাড়িয়েছে। এতদিন খুনের মোটিভ খুঁজতে গিয়ে প্রতিশোধের কারণে হত্যার বিষয়টি বেরিয়ে আসত। এই হত্যাকা- বিকৃত রুচির চরম নিষ্ঠুরতার প্রমাণ। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও বলেন, সমাজে অস্থিরতা বিরাজ করছে। ঘটনাগুলো আলোড়ন তুললেও বিচারে শাস্তির বিষয়গুলো মানুষের সামনে দৃশ্যমান নয়। বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। প্রভাবশালীরা অপরাধীদের ইন্ধন দেয়, আশ্রয় দেয়। প্রতিপত্তি বজায় রাখতে তৈরি করে নয়ন বন্ড। সবাইকেই সজাগ হতে হবে। এসব অপরাধের দায়ী আমি, আমার পরিবার, সমাজ, রাষ্ট্র কেউ এড়িয়ে যেতে পারে না।

সর্বশেষ খবর