বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মূল্যবোধ বলতে অবশিষ্ট কিছু নেই

-এলিনা খান

মূল্যবোধ বলতে অবশিষ্ট কিছু নেই

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান বলেছেন, শিশু হত্যাকান্ডের ঘটনা শুধু বর্বরতার পর্যায়ে নেই। বর্বরতার চেয়েও বর্বর পর্যায়ে পৌঁছে গেছে। আগে হত্যা করতে মানুষ একবার চিন্তা করত। কিন্তু এখন অকারণে মানুষকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। মূল্যবোধ বলতে অবশিষ্ট আর কিছু এই সমাজে নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, আগে ছাত্ররা দেশের জন্য মিছিলে গিয়ে প্রাণ দিত। এখন ছাত্রদের হাতেই ছাত্র খুন হচ্ছে। ক্ষমতার তাপে নিজেদের অন্য ছাত্রদের সুপিরিয়র ভাবছে। অল্প বয়সে ক্ষমতার স্বাদ তাদের হিংস্র করে তুলছে। মেয়েদের হলের পরিস্থিতি আরও ভয়ঙ্কর। সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা দিতে তারা গড়ে তুলছে টর্চার সেল। আগে রাজনীতির পেছনে আদর্শ ছিল আর এখন ক্ষমতা। আগে মানুষ রাজনীতি করত দেশ, সমাজের উন্নয়নে। এখন রাজনীতিতে নাম লেখায় নিজের, পরিবারের এবং আত্মীয়-স্বজনের উন্নয়নের জন্য।

সর্বশেষ খবর