বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত রোমাঞ্চকর ড্র

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-ভারত রোমাঞ্চকর ড্র

কলকাতার সল্টলেকে গতকাল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দর্শকদের উপচে পড়া ভিড়ের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলের ড্রতে শেষ হয়েছে। ম্যাচের ৪২ মিনিটে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। জামাল ভূইয়ার ইনসুইং ফ্রি কিকে বল পেয়ে দারুণ হেডে গোল করেন সাদ উদ্দিন। এই গোল পুরো যুব ভারতীকে স্তব্ধ করে দেয়। ভারতীয়দের এতদিনের সব উচ্ছ্বাস শেষ করে দেয়। বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সব প্রস্তুতিই ছিল ওদের। কিন্তু সব উচ্ছ্বাস শেষ করে দেন জামাল-সাদরা। যুব ভারতীতে বাংলাদেশি দর্শকরা জয় নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কেবল যুব ভারতীতেই নয়, বাংলাদেশেও চলছিল বিজয়োৎসবের প্রস্তুতি।

ম্যাচের নির্ধারিত সময় শেষ হতে বাকি ছিল মাত্র দুই মিনিট। তখনই বাংলাদেশের জয়ের আশা শেষ করে দেন আদিল খান।  ৮৮ মিনিটে কর্নার কিক থেকে বল পেয়ে হেডে গোল করেন তিনি। ভারতের মান বেঁচে যায় এ ড্রয়ে। অবশ্য ভারতের মাটি থেকে পয়েন্ট নিয়ে দেশে ফিরছেন জামাল ভূইয়ারা। তাছাড়া ম্যাচে দুর্দান্ত খেলেছেন তারা। বেশ কয়েকবারই ভারতের ডিফেন্স লাইন ভেঙে গোল করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বিপলু, জীবন, রবিউলরা।

সর্বশেষ খবর