বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আর্থিক খাতের অস্থিতিশীলতা বৈশ্বিক সমস্যা

শুরু হলো বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা

মানিক মুনতাসির, (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে

আর্থিক খাতের অস্থিতিশীলতা একটি বৈশ্বিক সমস্যা বলে মত দিয়েছেন বিশ্ববরেণ্য বেশির ভাগ অর্থনীতিবিদ এবং বিশ্বব্যাংক ও আইএমএফের সদস্য দেশগুলো। এজন্য সব দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে ডলারের বাজার দ্রুত ওঠানামা, খেলাপি ঋণ, আর্থিক খাতের জালিয়াতি নিয়ন্ত্রণে প্রতিটি দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রণে প্রযুক্তিগত দিকের ওপর শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। গতকাল বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা, ২০১৯-এর উদ্বোধনী দিনের সেশনগুলোয় এসব বিষয়ে আলোচনা হয়েছে। এতে ১৮৯টি সদস্য দেশের অর্থমন্ত্রী, গভর্নর ও প্রতিনিধিরা নিচ্ছেন। প্রথম দিনের দুটি সেশনের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে নতুন ভাবনা (রিথিংকিং অব ফিন্যানশিয়াল স্ট্যাবিলিটি)। এতে অর্থ পাচার রোধ, মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা, ঋণ ব্যবস্থাপনা শক্তিশালী করাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন অর্থনীতিবিদরা। এবারকার সম্মেলনের মূল আলোচনার বিষয় হিসেবে থাকছে সদস্য দেশগুলোর টেকসই উন্নয়নের বিপরীতে উন্নয়ন-সহযোগী এ দুই সংস্থার ভূমিকা। সম্মেলনে আলোচনা হবে বিশ্ব বাণিজ্য নিয়ে। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের গতি কীভাবে বেগবান করা যায় সে বিষয়ে। সম্মেলনে অংশ নিতে আসা বিদেশিদের পদচারণে মুখরিত এখন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। উদ্বোধনী দিনে দুটি সেমিনারের আয়োজন করে আইএমএফ। ‘বিশ্বব্যাপী আর্থিক খাতের অস্থিতিশীলতা, বিপরীতে আইএমএফের নতুন ভাবনা’ শীর্ষক সেমিনারে দক্ষিণ এশীয় দেশগুলোর ব্যাংকিং ব্যবস্থায় খেলাপি ঋণ এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এ সময় আইএমএফ জানায়, এখনই আর্থিক খাতের চলমান সমস্যাগুলো আমলে না নিলে এসব দেশের সরকার ঝুঁকির মুখে পড়বে। এদিকে ১৪ থেকে ২০ অক্টোবর পর্যন্ত সাত দিনের এ সম্মেলনে সদস্য দেশগুলোর অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এবারের সম্মেলনে রোহিঙ্গা সহায়তা নিয়ে একটি গোলটেবিল বৈঠকও রয়েছে। আজ সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্ব অর্থনীতির আউটলুক প্রকাশ করা হবে। এ ছাড়া বাংলাদেশসহ যে কয়েকটি স্বল্পোন্নত দেশ উন্নয়নশীল দেশের তালিকায় প্রবেশ করতে যাচ্ছে, সেসব দেশের ঋণব্যবস্থা, নমনীয় ঋণের সুদ ব্যবস্থাপনা বিষয়েও জোরালো আলোচনা হবে এবারের সম্মেলনে।

সর্বশেষ খবর