শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সমাজটা অসহিষ্ণু হয়ে উঠছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সমাজটা অসহিষ্ণু হয়ে উঠছে

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমাদের সমাজ ক্রমশ মূল্যবোধহীন হয়ে পড়ছে। সমাজ অসহিষ্ণু হয়ে উঠছে। আমাদের নতুন প্রজন্ম কেমন দেশ পাবে, তা ভেবে পাচ্ছি না। মুক্তিযুদ্ধের সংগঠক ও বাম প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব অজয় রায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে অজয় রায়ের প্রতিষ্ঠিত সংগঠন ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’।  অজয় রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাশেদ খান মেনন বলেন, তিনি সম্প্রদায় ও শ্রেণির বাহিরে গিয়ে একটি মানবিক সমাজ গড়তে চেয়েছিলেন।

এ জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে সবাইকে এক করতে চেয়েছেন। বর্তমানে দেশে এক অসহনীয় পরিবেশ তৈরি হয়ে আছে। লুটেরা অর্থনীতি আর ভোগবাদের মোকাবিলার জন্য অজয় রায়ের মতো মানুষই আমাদের প্রয়োজন। স্মৃতিচারণ করে বক্তব্য দেন অজয় রায়ের সহযোগী সাবেক বিচারপতি কাজী এবাদুল হক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় সমিতির সদস্যসচিব অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সিপিডি নেতা রুহিন হোসেন প্রিন্স, মুক্তিযোদ্ধা মুকুল চৌধুরী ও অজয় রায়ের সহধর্মিণী জয়ন্তী রায় প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর