শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
বিএনপিকে ডা. জাফরুল্লাহ

জামায়াতকে তালাক দিয়ে রাস্তায় নামুন

নিজস্ব প্রতিবেদক

জামায়াতকে তালাক দিয়ে রাস্তায় নামুন

জামায়াতকে তালাক দিয়ে বিএনপিকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ফজলে সাইফুদ্দিনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসি দাবি’ উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, বিভেদ ভুলে গিয়ে জামায়াতকে তালাক  দিয়ে রাস্তায় নামুন। বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে। দেশে গণতন্ত্রের মুক্তি আসবে এবং খালেদা জিয়া মুক্ত হবেন। সবার এখন ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তিনি বলেন, আজ আবরারের হত্যাকাে র কাহিনি শুনছি, তারা (সরকার) ৩০২ ধারায় মামলাকে ৩০৪ ধারায় পরিণত করার চেষ্টা করছে। এতে বোঝা যায়, এই বর্বর হত্যাকাে র ভবিষ্যৎ কী হবে। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। বিশ্বজিৎ হত্যাকাে র মতো আইনের ফাঁকফোকর দিয়ে আবরারের হত্যাকারীরা বেরিয়ে গেলে এ ধরনের নৃশংস ঘটনা আরও ঘটতেই থাকবে। ডা. জাফরুল্লাহ আরও বলেন, দেশে রাজনৈতিক ও সামাজিক অবক্ষয় ঘটছে। আজ শিশুরাও নিরাপদ নয়। দেশে আইনের শাসন নেই। সুশাসন নেই। সর্বত্রই ঘুষ, দুর্নীতি আর ভেজালে সয়লাব। সরকার দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছে। এটা বড় আকারে করতে হবে। শুধু গুটিকয়েক নেতাকে ধরলেই হবে না। রাজনীতি, সরকার ও প্রশাসনের সর্বত্রই ঘুষ-দুর্নীতিসহ নানাভাবে অনিয়মে যুক্তদের ধরতে হবে। তাদের শাস্তি দিতে হবে। নইলে দুর্নীতি আরও বেড়ে যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া মানববন্ধনে বিএনপি নেতা কাদের গনি চৌধুরী, রফিক শিকদার, ফরিদ উদ্দিন, কাজী মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য  দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর