শিরোনাম
শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিজিবি-বিএসএফ ভুল বোঝাবুঝি আলোচনায় শেষ হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিজিবি-বিএসএফ ভুল বোঝাবুঝি আলোচনায় শেষ হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজশাহী সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে গোলাগুলির বিষয়টি দুই বাহিনীর সদস্যদের ভুল বোঝাবুঝি ও অনাকাক্সিক্ষত ঘটনা। দুই বাহিনীর মহাপরিচালকদের আলোচনার মধ্য দিয়েই এর সুরাহা হবে। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশ্বজিৎ ঘোষ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুনুর রশিদ আসকারি প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মায় ভারতীয় জেলেদের ইলিশ ধরা নিয়ে জটিলতার পর যে বিএসএফ সদস্যরা এসেছিল, তারা পতাকা  বৈঠকের অপেক্ষা না করে চলে যাওয়ার সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ওই ঘটনা ঘটে। তাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য নিহত হন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখুন এটা একটি অনাকাক্সিক্ষত ঘটনা। বিজিবি ও বিএসএফের মধ্যে একটি চমৎকার সম্পর্ক রয়েছে। হঠাৎ করে এই অ্যাক্সিডেন্টটায় আমরা সবাই মর্মাহত হয়েছি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী প্রধান পর্যায়ে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে। তিনি আরও বলেন, কুমিল্লা সীমান্তে র‌্যাব সদস্য টহল দিতে গিয়ে সীমান্তের ভিতরে ঢুকে যায়। এতে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। এসব বিষয় নিয়েও আলোচনা চলছে দুই দেশের শীর্ষ পর্যায়ে।

সর্বশেষ খবর