শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

যান্ত্রিক ত্রুটিতে মেয়র আরিফের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, সিলেট

যান্ত্রিক ত্রুটিতে মেয়র আরিফের ফ্লাইট

অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ ঢাকাগামী মালয়েশিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীরা। বৃহস্পতিবার রাত ও গতকাল এয়ারলানসটির ঢাকাগামী দুটি উড়োজাহাজ কুয়ালালামপুর বিমানবন্দরে উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির শিকার হয়। আরিফুল হক চৌধুরীর বরাত দিয়ে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কুয়ালালামপুর বিমানবন্দর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মেয়র আরিফের। রানওয়ে ঘুরে উড্ডয়নের পূর্বমুহূর্তে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর বারবার উড্ডয়নের চেষ্টা করেও ব্যর্থ হন পাইলট। এ সময় উড়োজাহাজটিতে বিকট শব্দ হতে থাকলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রানওয়েতে রেখে প্রকৌশলীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করেন উড়োজাহাজটি মেরামত করতে। কিন্তু ব্যর্থ হয়ে ওই ফ্লাইট বাতিল করা হয়। সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানান, শুক্রবার দুপুরে একই এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মেয়র আরিফের। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ওই উড়োজাহাজটিও উড়তে পারেনি। ফলে দ্বিতীয়বারের মতো ফ্লাইট বাতিল হয় মেয়র আরিফের। শাহাব উদ্দিন শিহাব জানান, অবশেষে গতকাল শুক্রবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় অন্য একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন আরিফুল হক চৌধুরী। দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় গতকাল জুমার নামাজের পর নগরীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল হয়েছে বলে জানান শিহাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর