শিরোনাম
রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

যেখানে দুর্নীতি সেখানেই অভিযান

নিজস্ব প্রতিবেদক

যেখানে দুর্নীতি সেখানেই অভিযান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এখন দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। অনিয়ম ও মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে এগিয়ে চলছে। তিনি বলেন, আমরা কোনো সেক্টর বা এলাকার ওপর ভিত্তি করে অভিযান পরিচালনা করছি না। যেখানে অনিয়ম, দুর্নীতি হচ্ছে সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো দুর্নীতিবাজ ও দখলবাজ যাতে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি করতে না পারে সে জন্যই এই অভিযান চালানো হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজারের এফডিসি মিলনায়তনে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন ‘সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার এগিয়ে চলছে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি নামের একটি বিতর্ক সংগঠন। মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে দুর্নীতি ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। টেকসই উন্নয়নের জন্য দরকার টেকসই নিরাপত্তা ব্যবস্থা। তাই র‌্যাব, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। আসাদুজ্জামান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাই ছিল একটি অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠা করা।

বঙ্গবন্ধুর মৃত্যুর পর আমরা পথ হারিয়েছিলাম। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে অনেক দূর এগিয়ে গেছি। তিনি বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার সময় সারা দেশে ৯ থেকে ১০ হাজার ম পে দুর্গাপূজা অনুষ্ঠিত হতো। এ বছর ৩২ হাজার ম পে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, দেশের এমন কোনো জেলা নেই যে,  যে জেলাতে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠান নেই। সব ধর্মের লোক দেশে সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দুর্নীতির বিরুদ্ধে অভিযানের কোনো বিকল্প নেই। বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যা মামলার চার্জশিট দ্রুততম সময়ের মধ্যে দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আবরার হত্যায় আমরা বিস্মিত হয়েছি। কারণ, যারা এ হত্যার সঙ্গে জড়িত তারাও বুয়েটের মেধাবী ছাত্র। তাদের মস্তিষ্ক বিকৃত হবে, তা ভাবতেও পারিনি।’

সর্বশেষ খবর