মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

এখনই মন্তব্য নয় : আকরাম

ক্রীড়া প্রতিবেদক

‘ক্রিকেটারদের দাবি-দাওয়ার বিষয়গুলো আগে শুনিনি। জানতামও না। দুপুরে একজন সাংবাদিক আমাকে ফোন করে বিষয়টি জানান। সত্যি বলতে, আমি এখনই এ বিষয়ে কিছু বলতে চাইছি না। আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ভাই ও অন্য পরিচালকদের সঙ্গে বসবো। তারপর বলতে পারবো’- বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক  ও বিসিবি পরিচালক আকরাম খান কথাগুলো বলেন। গতকাল দুুপুরে ১১ দফা দাবি পেশ করে সব ধরনের ক্রিকেটে ধর্মঘট ডেকেছেন সাকিব, তামিম, মুশফিকসহ জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের অনেকেই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন। সাবেক অধিনায়ক আকরাম খান বিষয়টি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা নিতে চান।

আজ বিসিবি সভাপতিসহ পরিচালকবৃন্দ বৈঠক করবেন। তারপর ক্রিকেটারদের দাবিগুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ক্রিকেট অপারেশন্স পরিচালক। ক্রিকেটার থাকাকালীন টার্ফ উইকেটের দাবিতে এবং ঘরোয়া ক্রিকেটে সুযোগ সুবিধা বাড়াতে অপরাপর ক্রিকেটারদের নিয়ে আকরাম এক সময় রাস্তায় আন্দোলন করেছেন। এখন ক্রিকেট পরিচালক হয়ে দেখছেন উত্তরসূরিদের ধর্মঘট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর