মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দাবি যৌক্তিক : পাইলট

ক্রীড়া প্রতিবেদক

সাকিব, মুশফিক, তামিমদের ১১ দফা দাবিতে আমি অবাক হইনি। তারা নিশ্চয় অনেক ভেবে চিন্তেই এসব দাবি করেছেন। নিশ্চিত করেই দাবিগুলো ক্রিকেটারদের জীবনের নিশ্চয়তা দিবে এবং ক্রিকেটের উন্নতিতে সহায়তা করবে। আমি তাদের দাবিগুলোর সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমি বিশ্বাস করি বিসিবি আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের দাবিগুলো মেনে নিবে। বিশ্বাস করি, বোর্ড কোনো ক্রিকেটারের ওপর চাপ প্রয়োগ করবে না, ভয় দেখাবে না।

আমি মনে করি, এই দাবিগুলো আরও ৭/৮ বছর আগে করা উচিত ছিল। তাহলে এখন আর সমস্যাগুলো তৈরি হতো না। আর্থিকভাবে সাকিব, তামিম, মুশফিকরা অনেক ভালো অবস্থানে রয়েছেন। অন্য ক্রিকেটারদের আর্থিক বিষয়ও নিশ্চিত থাকার অধিকার আছে। ক্রিকেটাররা যেসব পয়েন্ট ধরে কথা বলেছেন, সেখানে দেখেন আম্পায়ারের কথা রয়েছে। আমি বলব বাজে আম্পায়ারিংয়ের জন্য এককভাবে শুধু আম্পায়ারদের দোষারোপ করলেই হবে না। যারা ওপর মহল থেকে চাপ প্রয়োগ করেন, তারাও অপরাধী। তাদের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। বিসিবির উচিত ক্রিকেটারদের দাবিগুলো মেনে নেওয়া। নাহলে এক সময় বাংলাদেশের ক্রিকেটের অবস্থা জিম্বাবুয়ের মতো হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর